Roja Rakho Roja | রোজা রাখো রোজা | Abu Ubayda

Roja Rakho Roja Gojol Lyrics রোজা রাখো রোজা | ২০২৪ সালের রমজানের সেরা গজল | This Beautiful Islamic Gojol is sung by Abu Ubayda. Roja Rakho Roja Lyrics are written by Sayed Tanvir Enayet. Romjaner Notun Gojol, Bangla Islamic Gojol, Abu Ubaydar Gojol.

আশা করছি আমাদের শেয়ার করা গজল গুলো আপনাদের অনেক ভালো লাগছে। আমারা দারুন দারুন কিছু ইসলামিক অ্যাপ তৈরী করেছি এবং সেই অ্যাপগুলো (Google Play Store) থেকে ডাউনলোড করে ব্যবহার করে দেখার অনুরোধ রইলো। আশা করছি অ্যাপ গুলো ব্যবহার করে আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ ❤❤

Hope you will enjoy our exclusive Gazal, Hamd, Naat, Islamic Nasheed, and Bangla Islamic Gojol, You'll get here Bangla gojol lyrics and mp3 on our website. Don't forget to Visit regularly "https://www.banglagojol.xyz/"


Gojol Details:
  • Lyrics: Sayed Tanvir Enayet
  • Tune: Abu Ubayda 
  • Performed by Abu Ubayda
  • Management: Piash Mia
  • Sound Design: Maruf Mohammad Jisan 
  • Director : Abu Hurayra

Roja Rakho Roja Lyrics রোজা রাখো রোজা লিরিক্স

রোজা রাখো আল্লাহর জন্য
তার কাছে হবে প্রিয় গণ্য
ইহকালে এ ত্যাগের জন্য 
পরকালে হবে তুমি ধন্য

রোজা রাখো রোজা
রোজা যদি রাখো হবে আল্লাহকে খোঁজা
তার হুকুম মানা হবে, তাকে হবে বোঝা
ইহকালে পাওয়া হবে তার পথ সোজা

রোজা রাখো দেহ আর মনে
দেহকে দাও সহনশীলের সবক
নিয়ত বাধো একান্ত গোপনে
আত্মাকে দাও বিশর্জনের লকব

রোজা মানে ইমতিহান সবরের
রোজা মানে পাথেয় সফরের
জীবনে আগত যের যবরের
জিজ্ঞাসিত সোয়াল জওয়াব কবরের 

রোজা মানে তারবিয়া, তাকওয়া, তাজকিয়া
রোজা মানে খুলুসিয়াত, মুক্ত লোভ রিয়া
রোজা না খাওয়া নয়, ছাড়া হিংসা পাপ
হয়ে যাওয়া ভুলেদের লজ্জা অনুতাপ 

রোজা মানে ঈমানের সোহবত
রোজা মানে তাওবার ফুরসত
রোজা মানে আমলের জহরত 
রোজা মানে দুনিয়াকে রুখসাত 

রোজা মানে তরবারি, রোজা মানে ঢাল
শাস্তি রুখে মুক্তি দিবে রোজা পরকাল
রোজা মানে নুফুসের প্রিয় কুরবান 
খোদা নিজ হাতে দেবে তার প্রতিদান

রোজা মানে রেগে না যাওয়া
কথা বলা, মুখে নিয়ে তাবাসসুম 
রোজা মানে পরশে গলে যাওয়া 
আগুন এর কাছে যেন গলে যাওয়া মোম

রোজা মানে ছাড়া অহমিকা
রোজা মানে মন্দ যা ত্যাগ
রোজা মানে কল্যাণকামিতা 
অশুভের বিরোধিতাকারী সে বিবেক

রোজা করে তাছাউফে বুদ্ধ
পাঁজরের কারাগারে রুহকে করে রুদ্ধ
খায়েশের সাথে করে যুদ্ধ
আত্মা করে পরাজিত চিন্তা করে শুদ্ধ

রোজা মানে রহমত বরকত
মমিনের হওয়া দলভুক্ত
ক্ষমা দিয়ে ভাঙা গোনা পর্বত 
মাগফিরাতের দার উন্মুক্ত


Related Gojol:
Prohori Otondro Gojol Lyrics by Abu Ubayda | প্রহরী অতন্দ্র

 Prohori Otondro Gojol Lyrics Most Inspirational Nasheed প্রহরী অতন্দ্র। This Beautiful Islamic Gojol is sung by Abu Ubayda and Others. Prohori Otondro Lyrics are written by Sayed Tanvir Enayet. আবু উবায়দার নতুন গজল। প্রহরী অতন্দ্র গজল লিরিক্স। বাংলা গজল লিরিক্স। 

আশা করছি আমাদের শেয়ার করা গজল গুলো আপনাদের অনেক ভালো লাগছে। আমারা দারুন দারুন কিছু ইসলামিক অ্যাপ তৈরী করেছি এবং সেই অ্যাপগুলো (Google Play Store) থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আশা করছি অ্যাপ গুলো ব্যবহার করে আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ ❤❤

Hope you will enjoy our exclusive Gazal, Hamd, Naat, Islamic Nasheed, and Bangla Islamic Gojol, You'll get here Bangla gojol lyrics and mp3 on our website. Don't forget to Visit regularly "https://www.banglagojol.xyz/"


Gojol Details:
  • Lyrics: Sayed Tanvir Enayet
  • Tune: Abu Ubayda 
  • Performed by Abu Ubayda, Mahmud Huzaifa, Raihan Siddiquee, Abir Mohammad Roshan, Mazharul Islam, Kazi Mashkur Elahi, Maruf Mohammad Jisan, Mahmudul Hasan 
  • Sound Design: Maruf Mohammad Jisan 
  • Choreographer: Piash Mia, Director Assist: Mostufa Khan 
  • Director : Abu Hurayra

Prohori Otondro Lyrics প্রহরী অতন্দ্র লিরিক্স

আমরা প্রহরী অতন্দ্র
শেষ রক্ত ফোটা পর্যন্ত
চির দুরবার নির্ভীক অদম্য
হৃদয়ে ঈমানের মন্ত্র

আমরা হবো না আর ক্ষান্ত
দেখে নেব শেষ গন্তব্য
পাড়ি দিব পথ দুর্গম্য
ব্যর্থ হবে সড়যন্ত্র

আমাদের হারাবার কিছু নেই
মৃত্যুকে কাছে থেকে দেখেছি
কালিমা কালেমা কালেমা
কালেমা আগেই পড়ে রেখেছি

আমাদের ইতিহাস মিছে নয়
সম্মুক সমরে থেকেছি
পতাকা পতাকা পতাকা
আমারন তুলে ধরে রেখেছি

আমাদের হারাবার কিছু নেই
পিঠ ঠেকা দেয়ালও পিছু নেই
মৃত্যুকে কাছে থেকে দেখেছি
কালিমা আগেই পড়ে রেখেছি

এটা সম্মুখ সমরের পণ
এটা রক্তে আগুন প্রজ্বলন
এটা তীব্র দ্রোহের রণো ঝন
এটা শত্রু টুটির চাপা ক্ষণ

এটা বজ্র কঠিন মনোবল
এটা দৃপ্ত সাহস রাখা দল
এটা অন্তরিক্ষ জলস্থল
এটা সর্বদা দৃঢ় অবিচল

আমাদের প্রাপ্তির শেষ নেই
আরো কিছু পাওয়ার কোশেশ নেই
জীবনের শেষ দেখে যেতে চাই
শহীদি মরণ হেসে পেতে চাই

ইসলাম আমাদের দৌলত
বিশ্বাস আমাদের কোওয়ত
আমাদের রাহবার মহানবী
পথ পারি দিতে আছে তার পথ

আমাদের মুছে দেয়া যাবে না
করে দেয়া যাবে না বিচ্ছিন্ন
যখনই যেখানেই মুছে দিতে এসেছে
নিজেরাই হয়ে গেছে নিশ্চিহ্ন

পৃথিবীর কাছে দূরে যেখানেই প্রান্ত
আমাদের ভাই বোন হলে আক্রান্ত
আমাদের চেতনা
আমাদের প্রেরণা
নেভাতে আসে যদি কোন সম্প্রদায়
জীবন বিলাতে হলে বিলাবো হেসে
মৃত্যুর দেখা পাব জীবনের শেষে
তারপর চিরতরে হবো ক্ষান্ত
আল্লাহর দেয়া পথ হয়ে পান্থ

আমরা প্রহরী অতন্দ্র
শেষ রক্ত ফোটা পর্যন্ত
চির দুরবার নির্ভীক অদম্য
হৃদয়ে ঈমানের মন্ত্র

আমরা হবো না আর ক্ষান্ত
দেখে নেব শেষ গন্তব্য
পাড়ি দিব পথ দুর্গম্য
ব্যর্থ হবে সড়যন্ত্র

এটা সম্মুখ সমরের পণ
এটা রক্তে আগুন প্রজ্বলন
এটা তীব্র দ্রোহের রণো ঝন
এটা শত্রু টুটির চাপা ক্ষণ

এটা বজ্র কঠিন মনোবল
এটা দৃপ্ত সাহস রাখা দল
এটা অন্তরিক্ষ জলস্থল
এটা সর্বদা দৃঢ় অবিচল

আমরা প্রহরী অতন্দ্র
শেষ রক্ত ফোটা পর্যন্ত
চির দুরবার নির্ভীক অদম্য
হৃদয়ে ঈমানের মন্ত্র

আমরা হবো না আর ক্ষান্ত
দেখে নেব শেষ গন্তব্য
পাড়ি দিব পথ দুর্গম্য
ব্যর্থ হবে সড়যন্ত্র

Prohori Otondro Lyrics English Translation:

We are the vigilant
Until the last drop of blood
Brave firever, fearless and invincible
In hearts, we have the spell of faith.

We will not tired anymore
We will see the final destination
We will navigate the impassable path.
Conspiracies will go in vain.

We have nothing to lose
We have seen the death closely
Kalima, Kalima, Kalima
We have already recited it.

Our history is not false
We have stayed in front of battles
Flags, flags, flags
Raised the flag until death.

We have nothing to lose,
No wall behind our backs
We have seen the death closely
We have already recited Kalima.

This is the battle of forefront
This is fire blazing in blood
This is the intense clash of betrayal
This is the moment of crushing enemies.

This is thundered strong resolve
This is the grouo of bold courage
This is the space and water surface
This is always steady and unwavering.

There is no ending of our achievements
No more expectation to gain something
We want to see the end of life
Want to get martyrdom in laughing face.

Islam is our wealth
Faith is our strength
Prophet(PBUH) is our guide,
His path leads us to right path.

We will not be erased
Don’t be separated anymore.
When and where someone wanted to isolate
They became vanished.

Wherever near and far edge of the earth is
If our brothers and sisters are attacked
Our consciousness
Our inspiration
If any community tries to destroy
Life will be given smilingly if it need to sacrifice life.
Will meet the death at the end of life.
Then we will forever be calm
Following the path given by Allah.

We are the vigilant
Until the last drop of blood
Brave firever, fearless and invincible
In hearts, we have the spell of faith.

We will not tired anymore
We will see the final destination
We will navigate the impassable path.
Conspiracies will go in vain.

This is the battle of forefront
This is fire blazing in blood
This is the intense clash of betrayal
This is the moment of crushing enemies.

This is thundered strong resolve
This is the grouo of bold courage
This is the space and water surface
This is always steady and unwavering.

We are the vigilant
Until the last drop of blood
Brave firever, fearless and invincible
In hearts, we have the spell of faith.

We will not tired anymore
We will see the final destination
We will navigate the impassable path.
Conspiracies will go in vain.


Related Gojol:
হৃদয়স্পর্শী মরমী গজল। Kanna Hashi Gojol Lyrics by Abu Ubayda (কান্নাহাসি)

 Kanna Hashi Gojol Lyrics হৃদয়স্পর্শী মরমী গজল। This Beautiful Islamic Gojol is Sung by Abu Ubayda. Kanna Hashi Lyrics Are Also Written by Abu Ubayda. কান্না হাসি গজল লিরিক্স। আবু উবায়দার নতুন ইসলামিক গজল। বাংলা গজল লিরিক্স। 

আশা করছি আমাদের শেয়ার করা গজল গুলো আপনাদের অনেক ভালো লাগছে। আমারা দারুন দারুন কিছু ইসলামিক অ্যাপ তৈরী করেছি এবং সেই অ্যাপগুলো (Google Play Store) থেকে ডাউনলোড করে ব্যবহার করে দেখার অনুরোধ রইলো। আশা করছি অ্যাপ গুলো ব্যবহার করে আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ ❤❤

Hope you will enjoy our exclusive Gazal, Hamd, Naat, Islamic Nasheed, and Bangla Islamic Gojol, You'll get here Bangla gojol lyrics and mp3 on our website. Don't forget to Visit regularly "https://www.banglagojol.xyz/"


Gojol Details:
  • Song: Kanna Hashi (কান্নাহাসি) 
  • Lyric & Artist: Abu Ubayda
  • Tune: Masum Billah
  • Sound Design: Tanvir Khan
  • Director: H Al Haadi
  • Produced by ONE EMPIRE

Kanna Hashi Lyrics কান্না হাসি লিরিক্স

(কান্না হাসি ভালো মন্দ
কিবা সর্বনাশী
এইতো নিয়ম মেনে নেয়ার
দেখবে আমায় লাশে)।।

চোখের সামনে যখন দেখি
আপনজনের মৃত লাশ
বুকের মাঝে কেমন জানি
শুরু করে হাহোতাশ।।

কথার ফাঁকে অঝর ধারায়
কান্না নেমে আসে
এইতো নিয়ম মেনে নেয়ার
দেখবে আমায় লাশে

কান্না হাসি ভালো মন্দ
কিবা সর্বনাশী
(মাওলারে….)।।।।।।
(মাওলারে মাওলারে মাওলারে….)।।

(অনেক দিনের প্রানের প্রিয়
বন্ধু যখন চলে যায়
বুকের ঘরে আগুন জ্বলে
ভিড় করে হতাশায়)।।

কেউ রবেনা চিরোদিনই
যাবে পরবাসে
এইতো নিয়ম মেনে নেয়ার
দেখবে আমায় লাশে

কান্না হাসি ভালো মন্দ
কিবা সর্বনাশী
এইতো নিয়ম মেনে নেয়ার
দেখবে আমায় লাশে

কান্না হাসি ভালো মন্দ
কিবা সর্বনাশী


Related Gojol:
Lukono Ful Gojol Lyrics, Mp3 by Abu Ubayda | লুকোনো ফুলের পাপড়িগুলোয়

 Lukono Ful Gojol Lyrics and Mp3 Abu Ubayda New Gojol লুকোনো ফুলের পাপড়িগুলোয় গজল। This Beautiful Islamic Gojol is sung by Abu Ubayda. Lukono Ful Lyrics are written by Abu Ubayda. আবু উবাইদার নতুন ইসলামিক গজল। Lukono Fuler Papriguloy Gojol.


Gojol info:

  • Lyrics, Tune & singer: Abu Ubayda
  • Sound Design : Shehzaad
  • Director Assit: Mahmudul Hasan 
  • Supervised by: Abu Hurayra
  • sponsored by Beg Autos

Lukono Fuler Papriguloy Lyrics লুকোনো ফুলের পাপড়িগুলোয় লিরিক্স

With Translation

লুকোনো ফুলের পাপড়িগুলোয়
In the petals of hidden flowers,

ধুলো জমে গেছে আজ,
Dust has settled today. 


পুরনো ফ্রেমের ছবির ঘরে
In the frame of old pictures, 

ঘুণপোকা করছে রাজ।
Wood-louse are ruling. 

আমি হারিয়ে যাওয়ার
I'm in lost -

কিবা না পাওয়ার
Or do not get anything, 

দিনগুণে যাছি রোজ।
I count the days daily. 

হয়তবা কাল,
Perhaps tomorrow or

পুরশু দিনেই
In the day after tomorrow,

হয়ে যাবো আমিও নিখোঁজ।
I will make myself lost.


জীবনের কলি ফোটা দিনের থেকে,
From the very beginning of life, 

অবেলায় হারিয়ে যা ফেলেছি আমি,
At the end of the day, I've lost that-

হিসাবের খাতা জুড়ে বড়ই অমিল,
The account of deeds remains unbalanced, 

গুনাহ গুলো ভর প্রভু প্রেমের নেকে।
Fill my Sins with with your virtuous love. 

আমি ভীত সঙ্কোচ
I'm in fear and hesitation, 

হয়েছি অবুঝ
Being obstinate, 

দিন শেষে তোমাকে খুঁজি
I seek you at the end of the day. 

ভুল বেসুমার
A lot of mistakes,  

করো ছারখার
Destroy these.  

তওবাই আমার পুঁজি।
Confession is my treasure.


রাত্রি শেষে যে ভোর কিরণ ঘটায়
At the end of the night, as dawn breaks, 

অভিমানি আঁধারেকে ভেঙ্গ-চুরে
Breaking the arrogant darkness stealthily, 

আমার ভুলের মূলে আমি দায়ী
I am basically responsible for my mistakes, 

রহম করো তাওবায়ে নসুহায়
Pardon me by Tawba e Nasuhay. 

আমি বড় অসহায়,
I am too helpless, 

প্রভু বড় অসহায়,
Allah, greatly helpless, 

বিপদে তোমাকে ডাকি।
In adversity, I call upon you. 

তোমাকে না পেলে প্রভু
If I don't find you, my Lord,

জীবনে আমার
My entire life 

হয়ে যাবে পুরোটা ফাঁকি।
Will become null and void.




Related Gojol:
Sijda Dile Jaynamaze Gojol Lyrics and Mp3 by Abu Ubayda । সিজদা দিলে জায়নামাজে

 Sijda Dile Jaynamaze Gojol Lyrics and Mp3 Abu Ubayda New Gojol সিজদা দিলে জায়নামাজে গজল। This Beautiful Islamic gojol is sung by Abu Ubayda. Sijda Dile Jaynamaze Lyrics are written by Abu Ubayda. Sijda Lyrics Islamic Gojol, আবু উবাইদার নতুন ইসলামিক গজল। 


Gojol info:

  • Word, Tune & Performed by Abu Ubayda
  • Sound Design: Mh Tamim
  • Management: Mahmudul Hasan 
  • Director: Abu Hurayra

Sijda Dile Jaynamaze Lyrics সিজদা দিলে জায়নামাজে লিরিক্স

সিজদা দিলে জায়নামাজে
বেহেশতি ঘ্রান পাই খুজে পাই (২)
মরন যেন সিজদাতে হয়
কবুল করো এই চাওয়াটাই (২)


খুব খুশি হও সিজদা দিলে
কোরআন খুলে তা পেয়েছি
সিজদা দিলে তোমায় মিলে
সিজদার রঙ গায়ে মেখেছি
পাহাড় সম দুঃখ এলেও 
আমি শুধু তোমাতে ধাই (ঐ)


সিজদা কবুল হয় যদি গো
ভয় নাই কোনো পরপাড়ে
নির্ভার হয়ে থাকবো বসে
ভয়াবহ কাল হাশরে
তাইতো সিজদায় পড়ে থাকি
এমনও সুখ কোথাও না পাই  (ঐ)


পিপাসাতে কাতর হলে
কাওসারে দিল শিতল করো
পুলসিরাত পুল পাড়াপাড়ে
চাই গো তোমার অনুগ্রহ
ঘোর বিপাকে প্রতিক্ষণে 
সাহস পাঠিও সহসাই (ঐ) 


প্রভু সইতে পারবোনা হায়
ভয়াল আজাব কবর ঘরের 
সিজদা রত জওয়াব দেবো
মুনকার নাকিরের সওয়ালের
সিজদায় নির্দয় ফেরেশতাদের 
শাস্তির সাহস নাই নাহি নাই (ঐ) 


আমার গুনাহর পাল্লা ভারি
তাইতো  আমি সিজদাতে রই
প্রতি বারের ভূলের পরে
সিজদা নিয়ে হাজিরা হই
গোলাম তোমার বড়ই পাপী
তোমার দয়ার সাগরে হারাই (ঐ)

সুবহে সাদিক হওয়ার আগে
তোমায় সিজদার তাউফিক দিও
দিও তোমার রহম ঢেলে
নিও প্রিয় করে নিও
দিন শেষে সে তুমিই আপন 
বার বার তোমার করুনা চাই (ঐ)


এমন সিজদা চাইগো দিতে
তুলবে ডেকে প্রভু তুমি
ডাকবে তোমার কুদরতী ঠোঁট
ওরে পাগল এবার ওঠ
এই পাগলের মনের আশা
সিজদায় শুধু তোমারে চাই (ঐ)




Related Gojol:
Meri Ulfat Madine Se Yunhi Nahi Lyrics Urdu, Bangla and Mp3

 Meri ulfat madine se yunhi nahi lyrics urdu, bangla and mp3 download. This beautiful islamic urdu naat is covered by Abu Ubayda. Meri ulfat madine se lyrics are written by Monir Kasuri Rah. Meri ulfat madine se yunhi nahi lyrics bangla, Meri ulfat madine se yunhi nahi lyrics urdu.

আশা করছি আমাদের শেয়ার করা গজল গুলো আপনাদের অনেক ভালো লাগছে। আমারা দারুন দারুন কিছু ইসলামিক অ্যাপ তৈরী করেছি এবং সেই অ্যাপগুলো (Google Play Store) থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আশা করছি অ্যাপ গুলো ব্যবহার করে আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ ❤❤

Hope you will enjoy our exclusive Gazal, Hamd, Naat, Islamic Nasheed, and Bangla Islamic Gojol, You'll get here Bangla gojol lyrics and mp3 on our website. Don't forget to Visit regularly "https://www.banglagojol.xyz/"

Meri Ulfat Madine Se Yunhi Nahi Naat Details:

  • Kalam: Monir Kasuri Rah.
  • Performed by Abu Ubayda
  • Sound Design: Maruf Mohammad Jisan
  • Subtitle: Ahmad Abdullah &  Tanjil Arefin Adnan
  • Management : Mahmudul Hasan
  • Director : Abu Hurayra
  • location: Meghalaya, India.

Meri Ulfat Madine Se Yunhi Nahi Lyrics Urdu, Bangla

میری اُلفت مدینے سے یوں ہی نہیں، 
میرے آقا کا روضہ مدینے میں ہے
میں مدینے کی جانب نہ کیسے کھنچوں، 
میرا دین اور دنیا مدینے میں ہے

মদীনার সাথে আমার এই প্রেম এমনিতেই নয়, 
আমার প্রিয়তম যে শুয়ে আছেন সেই মদীনায়। 

মদীনার প্রতি আমার প্রেম 
কেনই-বা উপচে পড়বে না বলো! 
আমার দ্বীন-দুনিয়া সবই যে মদীনায় পড়ে আছে। 


عرشِ اعظم سے جس کی بڑی شان ہے،  
روضہ ِمصطفٰی جس کی پہچان ہے
جس کا ہم پلاّ کوئی محلہ نہیں، 
ایک ایسا محلہ مدینے میں ہے

আরশে আজিমের চেয়েও বড় দামি সেই শহর,
প্রিয়তমর রওযা যার পরিচয়ের সিলমোহর।

মদীনায় এমন এক গলি রয়েছে, যার তুলনা কোনো শহরের সাথে হতে পারে না,
কারণ সেথায় শুয়ে আছেন প্রিয়তম, সারকারে মাদীনা।


پھر مجھے موت کا کوئی خطرہ نہ ہو، 
موت کیا زندگی کی بھی پروا نہ ہو
کاش سرکار اک بار مجھ سے کہیں، 
اب تیرا مرنا جینا مدینے میں ہے

তবে হত না মৃত্যু নিয়ে আমার কোনো ভয়
মৃত্যু সে-কী! জীবনেরও হত না পরওয়া
আহা একবার যদি রাসুল আমায় বলতেন
এখন থেকে মাদিনাই তোমার জীবন মরণ

سرور ِ دو جہاں سے دعا ہے مری،
ہاں یہی چشم تر التجا ہے میری
ان کی فہرست میں میرا بھی نام ہو، 
جن کا روز آنا جانا مدینے میں ہے

প্রার্থনা আমার  দো-জাহানের বাদশার কাছে
হ্যাঁ, এ আমার অশ্রুসজল আকুতি
তাদের তালিকায় আমারও নাম থাকুক
যাদের আসা যাওয়া প্রতিদিন মাদিনায়




Related Islamic Gojol: