Tumi Ki Parbe Gojol Lyrics by Sayed Ahmad Kalarab তুমি কী পারবে ? সাঈদ আহমাদের বাস্তবমুখী পরিবেশনা। This Beautiful Islamic Gojol is sung by Sayed Ahmad. Tumi Ki Parbe Lyrics are also written by Sayed Ahmad. কলরবের নতুন গজল। বাংলা ইসলামিক গজল লিরিক্স। তুমি কী পারবে গজল লিরিক্স।
আশা করছি আমাদের শেয়ার করা গজল গুলো আপনাদের অনেক ভালো লাগছে। আমারা দারুন দারুন কিছু ইসলামিক অ্যাপ তৈরী করেছি এবং সেই অ্যাপগুলো (
) থেকে ডাউনলোড করে ব্যবহার করে দেখার অনুরোধ রইলো। আশা করছি অ্যাপ গুলো ব্যবহার করে আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ ❤❤
Hope you will enjoy our exclusive Gazal, Hamd, Naat, Islamic Nasheed, and Bangla Islamic Gojol, You'll get here Bangla gojol lyrics and mp3 on our website. Don't forget to Visit regularly "
তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে
তুমি কি পারবে মানুষের ত্বরে জিবন দিয়ে লড়তে
তুমি কি পারবে স্বাধীনতা কে আবার ফিরিয়ে আনতে
তুমি কি পারবে দুর্নিতীবাজ সন্ত্রাসদের রুখতে
এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট
অভাবে কাহারো স্বভাব কখনো হবেনা যে আর নষ্ট
তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার
তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার
তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরন করতে
বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে
এতোই যখন পারো
তবে কেন জনপদে মহামারি দেখে ভয়ে থরথর করো
তুমিতো নিজেই দুর্নিতীবাজ লম্পট আর খুনী চাঁদাবাজ
তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে
পারবেনা তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে
তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে
তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষনা করতে
তুমি কি পারবে বেকার ছেলের চাকরীর খোঁজ দিতে
বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবেনা বসে
টাকার দায়ে গন্জে গায়ে কেউ পাবেনা কষ্ট
মন্দ নেশায় হাজার যুবক হবেনা পথভ্রষ্ট
মাদকযুক্ত দেশটাকে আজ মাদকমুক্ত করতে
পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র কায়েম করতে
এতোই যখন পারো
তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘুরো?
তুমিতো নিজেই বড় নেশাখোর
আদালতের ঐ চেনা ঘুষখোর
তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে
তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে
তুমি কি পারবে লাখো শহীদের সপ্ন পূরন করতে
তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র
রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র
আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে
অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে
তুমি কি পারবে মানবসেবায় বাড়াতে স্নেহের হাত
শান্তি তখন বলবে এসে দু:খ নিপাত যাক
তুমি কি পারবে শ্রমিকের মুখে সস্থির হাসি ফোটাতে
ন্যায্য পাওনা পেতে তাদের হবেনা কষ্টে ভুগতে
এতোই যখন পারো
তবে কেন গরীবের পকেট হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়
তুমিতো নিজেই দুর্নীতি করো সত্যকে ছেড়ে মিথ্যাকে ধর
তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে