মাগো তোর বুকের মানিক আর আসবেনা লিরিক্স | Mago Tor Buker Manik Ar Asbe Na Lyrics

মাগো তোর বুকের মানিক আর আসবেনা লিরিক্স  Mago Tor Buker Manik Ar Asbe Na Lyrics


মাগো তোর বুকের মানিক আর আসবেনা,
বাহির দুয়ারে এসে মা ডাকবেনা।
মায়ারই বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি
এমন ভূবনে মা আর ফিরবেনা।।।।
পড়ার টেবিলটা দেখে রাখিস মা,
সাথে তার জায়নামাজটা।
যে খাতাটাতে দারসে কোরআন ছিলো,
প্রিয় সে ডায়রিটা।
খোকার কথা মাগো পড়লে মনে তোর,
চোখের পানিতে মা বুক ভিজাস না।।।
ও মা
 গো তোর বুকের মানিক আর আসবেনা,
বাহির দুয়ারে এসে মা ডাকবেনা।
মায়ারই বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি
এমন ভূবনে মা আর ফিরবেনা।।।।
ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে,
করতো সূরের তেলাওয়াত।
শত বাধার পরেও দিত দ্বীনের দাওয়াত,
তার বিনিময়ে কি এই শাহাদাত।
ধন্য মাগো তুমি ধন্য তোমার জীবন
এমন খোকার মা আছে কয়জনা।
হায়নারা তার জীবন নিয়েছে,
নিতে পারেনি মান।
কবর জীবনে যাওয়ার পরে মা,
আল্লাহ দিবে প্রতিদান।
কাঁদিস না মা আর দুঃখ করিস না
ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না।।
চোখের পানিতে মা বুক ভিজাস না।
*এমন খোকার মা আছে কয়জনা।
*ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না।
গো তোর বুকের মানিক আর আসবেনা,
বাহির দুয়ারে এসে মা ডাকবেনা।
মায়ারই বাঁধন ছাড়ি
দিয়েছে সে পাড়ি
এমন ভূবনে মা
আর ফিরবেনা।।।।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url