Jedike Jay Mor Dristy Gojol Ahmadullah Siam Kalarab । যেদিকে যায় মোর দৃষ্টি

 Jedike Jay Mor Dristy Gojol Lyrics Mp3 Download by Kalarab Gojol যেদিকে যায় মোর দৃষ্টি নতুন গজল. This beautiful Islamic song is sung by Ahmadullah Siam. Jedike Jay Mor Dristy lyrics are written by Aminul Islam Mamun. Kalarab New Gojol Mp3 Download. Bangla New Gojol Mp3 Download, কলরবের নতুন গজল ডাউনলোড

Holy Tune Presents New Islamic Song Mp3: নতুন গজল । Jedike Jay Mor Dristy । যেদিকে যায় মোর দৃষ্টি by Ahmadullah Siam Kalarab. Hope you will enjoy our exclusive, Gojol, Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol on our website. Don't forget to visit regularly "BanglaGojol.xyz"

Play Audio Gojol Mp3 Online

Jedike Jay Mor Dristy Kalarab Gojol Mp3 Download যেদিকে যায় মোর দৃষ্টি নতুন গজল

(Gojol Mp3 Download)

Read Also: Nao Deke Rowjate Tomar by Husain Adnan Kalarab । নাও ডেকে রওজাতে তোমার । মুগ্ধকর নতুন গজল

  • Song : Jedike Jay Mor Dristy
  • Singer : Ahmadullah Siam
  • Lyric & Tune : Aminul Islam Mamun
  • Record Label : Holy Tune Studio
  • Sound Design : Mahfuzul Alam
  • Video Director : H AL Haadi

Jedike Jay Mor Dristy Lyrics যেদিকে যায় মোর দৃষ্টি

যে দিকে যায় মোর দৃষ্টি, দেখি তবে অরুপ সৃষ্টি
দেখি যত বিমোহিত হয় মন,
অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন।
আছো তুমি কোথা, বল না মোরে
যাব আমি সেথা, হোক যত দূরে
বলব কথা আমি তোমার সাথে।

একা একা কেন থাক আড়ালে তে । ২
বলব কথা আমি তোমার সাথে।
চাঁদ মামা তুমিও কি আমার মতন,
প্রভুর সাথে চাও কথন,
নাকি তুমি নিরিবিলি জোস্না রাতে । ২
প্রান খুলে কথা বল প্রভুর সাথে,
তাই বুঝি হাস তুমি মিষ্টি হাসি।

আমিও যে তারে বড় ভালবাসি
তবে কেন রবি আমি দূরে দূরে  । ২
চাঁদ মামা যদি পার বলে দিও
তারে
বলে দিও তারে।

ভোরের আজান আমি শুনি আমি যখন
থাকতে পারি না আর ঘুমিয়ে তখন
মনে হয় ডাকছো তুমি মোরে
আয় খোকা ছুটে আয় আমার ঘরে।
ওযু করে মসজিদে যাই গো ছুটে
তেমার ডাকে সারা দিতে,
নামাজ শেষে আমি তুলি দুই হাত । ২
তোমার কাছে করি ফরিয়াদ
তোমাকে চেনা প্রভু তেমাকে জানার
তৌফিক দাও, তৌফিক দাও।

সরল পথে প্রভু সঠিক পথে 
আমাকে চালাও আমাকে দেখাও
ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার 
রহিম রহমান ওগো সরোয়ার । ৩

Previous Post
Next Post

post written by:

No comments: