Elo Ke Kabar Dhare Gojol | এলো কে কাবার ধারে

Elo Ke Kabar Dhare Gojol Lyrics and Mp3 Obydulla Tarek এলো কে কাবার ধারে. This beautiful Islamic Bangla Gojol is sung by Classic World Songeet Academy. Elo Ke Kabar Dhare Lyrics are written by Motiur Rahman Mollik. Bangla Gojol Lyrics

আরো গজল = Maa Gojol | মাকে নিয়ে অসাধারণ একটি গজল । আকাশের তাঁরাগুলো যদি নিভে যায়

আশা করছি গজল গুলো আপনাদের অনেক ভালো লাগছে। আমারা দারুন দারুন কিছু বাংলা ইসলামিক গজল অ্যাপ এবং ইসলামিক বাংলা ওয়াজ এর অ্যাপ তৈরী করেছি এবং সেই অ্যাপগুলো (Google Play Store) থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আশা করছি গজল ও ওয়াজ এর অ্যাপ গুলো ব্যবহার করে আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ ❤❤
অ্যাপস লিংক 🔀 https://play.google.com/store/apps/dev?id=8358575115157065352

Hope you will enjoy our exclusive Gazal, Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol, You'll get here Bangla gojol lyrics and mp3 on our website. Don't forget to Visit regularly "www.banglagojol.xyz"

Elo Ke Kabar Dhare Gojol | এলো কে কাবার ধারে

  • Song:Elo Ke Kabar Dhare (এলো কে কাবার ধারে )
  • Lyric: Motiur Rahman Mollik 
  • Tune:Mosiur Rahman
  • Singer- Classic World Songeet Academy
  • Studio- Chandralok 
  • Sound- Tarek Mahmud 
  • Edit n Color- Apurbo Ahasan Habib 
  • Direction- Obydullah Tarek

Elo Ke Kabar Dhare Lyrics এলো কে কাবার ধারে

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে ! ২

মোতালিব আজকে কেন বেঁহুশ হেন
বক্ষে খুশীর বান
বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে
কার এ আগমন
সাহারার হৃদয় ভরা ঝর্ণাধারা
বইলো নাকিরে ।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায়!
আজ সে দেওয়ানা
চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায়
পেয়েই পরওয়ানা
গোলাবের অধর ভরে খুশবু ঝরে
রয় না বাকীরে।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

আকাশে ভোরের রবি মুগ্ধ কবি
আবেগ ছল ছল

বাতাসে ছন্দ অতুল গন্ধ বকুল

সোহাগ টলমল
সাগরের উর্মিলালায় দোদুল দোলায়
কার এ রাখী রে।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

বেদুইন থমকে দাঁড়ায় দৃষ্টি ছড়ায়
নিবিড় আনন্দে
সাওয়ারীর লাগাম টানে কাবার পানে
জান্নাতী ছন্দে
হৃদয়ের গভীর দেশে কার পরশে
খুললো আঁখিরে।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

মানাতের শেষ হলো দিন আজকে বিলীন
ঘোর আঁধারের যুগ
কাবাঘর দীপ্ত আবার আলোয় হেরার
সমাপ্ত দুর্ভোগ
কালেমার শাহদ বিলায় আঁধার পাড়ায়
কোন যে সাকীরে।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

ইরানের নিভলো আগুন জ্বললো দ্বিগুন
তৌহিদী রওশন
দানবের ঘর ভেঙ্গে তায় গড়লো সেথায়
বেহেশতি গুলশান
আযাযিল আজ হতবাক এ কোন বিপাক
আসলো হাঁকিরে।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

আমিও সেই সে নবীর দীপ্ত রবির
আশিক দেওয়ানা
রাহে তার যা কিছু সব বিলা হিসাব
দেবই নজরানা
জেহাদের ময়দানে তাই যাই চলে যাই
স্বপ্ন আঁকিরে।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

Previous Post
Next Post

post written by:

No comments: