Kalarab Gojol Hushiar হুশিয়ার ইসলামিক বাংলা গজল Mp3 Lyrics
Kalarab Gojol Hushiar Mp3 Lyrics Download হুশিয়ার ইসলামিক বাংলা গজল. This gojol is sung by Aminul Islam Mamun, Omar Abdullah, Mahfuzul Alam, Tawhid Jamil & Abir Hasan. This kolorob bangla gojol lyrics are written by Aminul Islam Mamun. Mp3 gojol kalarab new gojol
আসুন আমরা গান বাজনা থেকে বিরত থাকি এবং চাইলে আমরা ইসলামীক গজল গুলো শুন্তে পারি, আসুন আমরা পাপ কাজ গুলোকে বর্জন করি আল্লাহ তায়ালা আমাদেরকে অবশ্যয় ক্ষমা করবেন।
(Hushiar Audio Gojol Mp3)
Hushiar Kalarab Gojol Mp3 Audio Download হুশিয়ার ইসলামিক বাংলা গজল (Download Mp3)
Song: | Hushiar |
Singer: | Aminul Islam Mamun, Omar Abdullah, Mahfuzul Alam, Tawhid Jamil & Abir Hasan |
Lyric & Tune: | Aminul Islam Mamun |
Sound Design: | Mahfuzul Alam |
Record Label: | Holy Tune Studio |
Hushiar Kalarab Gojol Lyrics হুশিয়ার বাংলা ইসলামিক গজল
দুনিয়ার বুকে যত আছো মুসলিম
দুনিয়ার বুকে যত আছো মুসলিম
হয়ে যাও হয়ে যাও হুশিয়ার
শত্রুরা জেগে আছে তোমাদের চার পাশে
ঘুমিয়ে থাকবে কত আর
পৃথিবীর দিকে দিকে মরছে মুসলমান
ঘুমে তুমি থাকবে কত আর
চুপ করে থাকবে কত আর
ঘরে বসে থাকবে কত আর
কোথা সেই তোমাদের ঈমানী শক্তি
কোথা সেই চেতনার বল
চেয়ে দেখো জালিমেরা পুরো পৃথিবী
নিচ্ছে করে দখল
ভুলে গেছো তোমরা তোমাদের অতীত
সোনালী সে দিন গুলো
অর্ধ পৃথিবী যারা করেছে শাসন
তখতে বসে ধুলো
ফিরিয়ে আনতে হবে তোমাদের আজ
ভূলন্ঠিত শান শওকত
ওমরের মত হবে করতে কায়েম
এ ধরায় ইসলামি হুকুমত
দুনিয়ার বুকে যত আছো মুসলিম
দুনিয়ার বুকে যত আছো মুসলিম
হয়ে যাও হয়ে যাও হুশিয়ার
শত্রুরা জেগে আছে তোমাদের চার পাশে
ঘুমিয়ে থাকবে কত আর
পৃথিবীর দিকে দিকে মরছে মুসলমান
ঘরে বসে থাকবে কত আর
হতাশার গ্লানি যত মুছে ফেলো
গেয়ে উঠো সত্য বাণী
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই
আমরা কেবল তাকেই মানি
হতাশার গ্লানি যত মুছে ফেলো
গেয়ে উঠো সত্য বাণী
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই
আমরা কেবল তাকেই মানি
আমরা কেবল তাকেই মানি
একতার বন্ধনে হও বলীয়ান
হাতে হাত রাখো সবে
শপথ মহান প্রভূ আল্লাহ তায়ালার
বিজয় তোমাদের হবেই হবে
সততা আদর্শে জ্বলে উঠো সবে
বুকে রাখো চেতনা কুরআনের
রাসূল মুহাম্মাদ মোদের নেতা
ভয় করোনা কোনো তাগুতের
অজ্ঞতা জড়তাকে দু'পায়ে দলে
জ্ঞানের প্রদীপশিখা জ্বালো
আলোকিত হও সবে ঈমানী আলোয়
দূর করে কুফুরির কালো
দুনিয়ার বুকে যত আছো মুসলিম
দুনিয়ার বুকে যত আছো মুসলিম
হয়ে যাও হয়ে যাও হুশিয়ার
শত্রুরা জেগে আছে তোমাদের চার পাশে
ঘুমিয়ে থাকবে কত আর
পৃথিবীর দিকে দিকে মরছে মুসলমান
ঘরে বসে থাকবে কত আর
চুপ করে থাকবে কত আর
ঘরে বসে থাকবে কত আর
চুপ করে থাকবে কত আর
ঘরে বসে থাকবে কত আর
চুপ করে থাকবে কত আর
ঘরে বসে থাকবে কত আর