Elo Ke Kabar Dhare Gojol | এলো কে কাবার ধারে

Elo Ke Kabar Dhare Gojol Lyrics and Mp3 Obydulla Tarek এলো কে কাবার ধারে. This beautiful Islamic Bangla Gojol is sung by Classic World Songeet Academy. Elo Ke Kabar Dhare Lyrics are written by Motiur Rahman Mollik. Bangla Gojol Lyrics

আরো গজল = Maa Gojol | মাকে নিয়ে অসাধারণ একটি গজল । আকাশের তাঁরাগুলো যদি নিভে যায়

আশা করছি গজল গুলো আপনাদের অনেক ভালো লাগছে। আমারা দারুন দারুন কিছু বাংলা ইসলামিক গজল অ্যাপ এবং ইসলামিক বাংলা ওয়াজ এর অ্যাপ তৈরী করেছি এবং সেই অ্যাপগুলো (Google Play Store) থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আশা করছি গজল ও ওয়াজ এর অ্যাপ গুলো ব্যবহার করে আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ ❤❤
অ্যাপস লিংক 🔀 https://play.google.com/store/apps/dev?id=8358575115157065352

Hope you will enjoy our exclusive Gazal, Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol, You'll get here Bangla gojol lyrics and mp3 on our website. Don't forget to Visit regularly "www.banglagojol.xyz"

Elo Ke Kabar Dhare Gojol | এলো কে কাবার ধারে

  • Song:Elo Ke Kabar Dhare (এলো কে কাবার ধারে )
  • Lyric: Motiur Rahman Mollik 
  • Tune:Mosiur Rahman
  • Singer- Classic World Songeet Academy
  • Studio- Chandralok 
  • Sound- Tarek Mahmud 
  • Edit n Color- Apurbo Ahasan Habib 
  • Direction- Obydullah Tarek

Elo Ke Kabar Dhare Lyrics এলো কে কাবার ধারে

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে ! ২

মোতালিব আজকে কেন বেঁহুশ হেন
বক্ষে খুশীর বান
বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে
কার এ আগমন
সাহারার হৃদয় ভরা ঝর্ণাধারা
বইলো নাকিরে ।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায়!
আজ সে দেওয়ানা
চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায়
পেয়েই পরওয়ানা
গোলাবের অধর ভরে খুশবু ঝরে
রয় না বাকীরে।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

আকাশে ভোরের রবি মুগ্ধ কবি
আবেগ ছল ছল

বাতাসে ছন্দ অতুল গন্ধ বকুল

সোহাগ টলমল
সাগরের উর্মিলালায় দোদুল দোলায়
কার এ রাখী রে।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

বেদুইন থমকে দাঁড়ায় দৃষ্টি ছড়ায়
নিবিড় আনন্দে
সাওয়ারীর লাগাম টানে কাবার পানে
জান্নাতী ছন্দে
হৃদয়ের গভীর দেশে কার পরশে
খুললো আঁখিরে।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

মানাতের শেষ হলো দিন আজকে বিলীন
ঘোর আঁধারের যুগ
কাবাঘর দীপ্ত আবার আলোয় হেরার
সমাপ্ত দুর্ভোগ
কালেমার শাহদ বিলায় আঁধার পাড়ায়
কোন যে সাকীরে।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

ইরানের নিভলো আগুন জ্বললো দ্বিগুন
তৌহিদী রওশন
দানবের ঘর ভেঙ্গে তায় গড়লো সেথায়
বেহেশতি গুলশান
আযাযিল আজ হতবাক এ কোন বিপাক
আসলো হাঁকিরে।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

আমিও সেই সে নবীর দীপ্ত রবির
আশিক দেওয়ানা
রাহে তার যা কিছু সব বিলা হিসাব
দেবই নজরানা
জেহাদের ময়দানে তাই যাই চলে যাই
স্বপ্ন আঁকিরে।

এলো কে কাবার ধারে আঁধার চিরে
চিনিস নাকিরে!
ওকে ও

মা আমিনার কোল জুড়ে চাঁদ
জানিস নাকিরে !

Ek Hou Gojol Lyrics (এক হও) Muhib Khan

 Ek Hou Gojol Lyrics (এক হও) Bangla gojol lyrics. This beautiful Islamic song is sung by Muhib Khan. Ek Hou lyrics are written by Muhib Khan. AK How gojol lyrics, Ak hou gojol, Bangla gojol lyrics 2021

Read Also: Nobijir Dushmon by Sayed Ahmad Kalarab | প্রিয় নবীর অবমাননার প্রতিবাদে জ্বালাময়ী গজল

  • Song: Ek Hou
  • Lyric, Tune & Artist: Muhib Khan
  • Record: Holy Tune Studio
  • Sound Design: Mahfuzul Alam
  • Video Edit: Tawhid Jamil
  • Produced By: Holy Media

এক হও লিরিক Ek Hou Lyrics

বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগোরে আজ
হাতে হাত ধরে এক হও ওরে, বজ্রকন্ঠে তোল আওয়াজ
ওলী আউলিয়া মুজাহিদীনের মেহনতে গড়া এই জমিন
নাপাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই জায়নামাজ। ২

বল ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক
ওরে দেশ জাতি দ্বীন ঈমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ। ২
আমাদের বুকে গেঁথে নেব গুলি বাঁচাবো এদেশ, বাঁচাবো দ্বীন। ২

তোরা পারবি না রুখতে মোদের জাগরণী এই কুচকাওয়াজ।
বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগোরে আজ।
হাতে হাত ধরে এক হও ওরে, বজ্রকন্ঠে তোল আওয়াজ।
ওলী আউলিয়া মুজাহিদীনের মেহনতে গড়া এই জমিন।
নাপাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই জায়নামাজ।

ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই
মুসলিম নামে এক হও সবে, চেয়ে দেখ আর সময় নাই। ২
তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোন বড়াই। ২
বিপদে আমার পাশে থাকো তুমি, আমিও তোমার লাগবো কাজ।

বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগোরে আজ।
হাতে হাত ধরে এক হও ওরে, বজ্রকন্ঠে তোল আওয়াজ।
ওলী আউলিয়া মুজাহিদীনের মেহনতে গড়া এই জমিন।
নাপাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই জায়নামাজ।

দেখ নাস্তিক বে দ্বীনেরা সব করে রাজপথে আস্ফালন
তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ । ২
ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংস লীন । ২
নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুমবাজ।

বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগোরে আজ।
হাতে হাত ধরে এক হও ওরে, বজ্রকন্ঠে তোল আওয়াজ।
ওলী আউলিয়া মুজাহিদীনের মেহনতে গড়া এই জমিন।
নাপাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই জায়নামাজ।

যদি এক হও, যদি এক রও, তোমরাই হবে শক্তিবান।
তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্ধুক তোপ কামান । ২
ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান। ২
থর থর করে ভেঙ্গে যাবে ওই জালিম শাহীর তখত তাজ।

বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগোরে আজ।
হাতে হাত ধরে এক হও ওরে, বজ্রকন্ঠে তোল আওয়াজ।
ওলী আউলিয়া মুজাহিদীনের মেহনতে গড়া এই জমিন।
নাপাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই জায়নামাজ।

ওরা ঘরে বসে কথা বলে আর লাফায় চত্বরে
মোরা কথা বলি ময়দানে, থাকি কোটি মানুষের অন্তরে। ২

আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারাবাংলার ঘরে ঘরে। ২
এসো সবে এসো, রাজপথে মেশো দেখাও শক্তি রুদ্র সাজ।

বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগোরে আজ।
হাতে হাত ধরে এক হও ওরে, বজ্রকন্ঠে তোল আওয়াজ।
ওলী আউলিয়া মুজাহিদীনের মেহনতে গড়া এই জমিন।
নাপাক বানাতে দেবো না কাউকে মুমিনের এই জায়নামাজ। ৩
ভিন্নরকম ইসলামিক নাশিদ । Priyo Muhammad । Ataullah Foyeji

 Priyo Muhammad Gojol is sung by Ataullah Foyeji. Priyo Muhammad lyrics are written by Saleh Rashed. Holy Tune presents New Islamic Song : ভিন্নরকম ইসলামিক নাশিদ । Priyo Muhammad by Ataullah Foyeji । Bangla Islamic Nasheed  is sung on  The Appreciation Of Muhammad Sm. by listening this Song, you  can strengthen your Iman . Hope you will enjoy our exclusive Gojol, Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol, New islamic Gojol, and more Islamic Songs


  • Song : Priyo Muhammad
  • Singer : Ataullah Foyeji
  • Lyric : Saleh Rashed
  • Tune & Sound Design : Aminul Islam Mamun
  • Label : Holy Tune Studio
  • Video : Aim Records

Priyo Muhammad Lyrics

শুধু কাগজে লিখিনি নাম তোমার

না না কাগজে লিখিনি তোমার

যা খয়ে খয়ে শেষ হয়ে যাবে

আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মাদ

আমরন তা রয়ে যাবে ।২

আমরন তা রয়ে যাবে


হৃদয় আছে যত মানুষের তোমাকেই দেয় ভালবাসা ।

বিবর্ন সময়ো মোমিনের, তুমি হলে প্রেমময় ভাষা ।২

দূরদ ও সালামের ফালগু ধারা ।২

চিরদিন ভবে রয়ে যাবে ।

হৃদয়ে লিখিছি প্রিয় মোহাম্মাদ

আমরন তা রয়ে যাবে ।


আমার এই ভাবনার জগৎতে ফুল হয়ে সধা তুমি ফোঁট

পাপে ভরা আধার এই হৃদয়ে আলোকিত ভোর হয়ে উঠো ।২

ভ্রমরেরা গুন গুন গুন জরনে ।২

নাতে রাসূল গেয়ে যাবে ।

হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মাদ ।

আমরন তা রয়ে যাবে ।২


শুধু কাগজে লিখিনি নাম তোমার

না না কাগজে লিখিনি তোমার

যা খয়ে খয়ে শেষ হয়ে যাবে

আমি হৃদয়ে লিখেছি প্রিয় মোহাম্মাদ  

আমরন তা রয়ে যাবে ।

আমরন তা রয়ে যাবে ।২
ওগো কামলি ওয়ালা তুমি মাদিনার ফুল লিরিক | Ogo kamli wala tumi madinar ful lyrics

Ogo kamli wala tumi madinar ful gojol lyrics, bangla gojol lyrics, bangla Islamic song lyrics, Islamic gojol lyrics

Ogo kamli wala tumi madinar ful gojol lyrics, bangla gojol lyrics, bangla Islamic song lyrics, Islamic gojol lyrics


ওগো কামলি ওয়ালা তুমি মাদিনার ফুল লিরিক | Ogo kamli wala tumi madinar ful lyrics


ওগো কামলি ওয়ালা তুমি মাদিনার ফুল

এই ধরার মাঝে নেইকো তোমার সমতুল ।৩

খোদার প্রিয় হাবীব তুমি ।২

তুমি পেয়ারা রাসূল, তুমি মাদিনার ফুল

এই ধরার মাঝে নেইকো তোমার সমতুল

ওগো কামলি ওয়ালা তুমি মাদিনার ফুল ।


তোমার নূরে নিক্ষীল জাহান সৃজিয়াছেন প্রভু মহান ।৩

আশেক হৃদয় হয় যে সধা ।২

তোমার প্রেমে ব্যকুল ।

তুমি মদিনার ফুল

এই ধরার মাঝে নেইকো তোমার সমতুল

ওগো কামলি ওয়ালা তুমি মাদিনার ফুল

হুর মালা এই চাঁদ সিতারা

তোমার প্রেমে মাতোয়ারা ।৩

তুমি নবী ধ্যানের ছবি ।২

তুমি নূরেরী রাসূল, তুমি মাদিনার ফুল

এই ধরার মাঝে নেইকো তোমার সমতুল

ওগো কামলি ওয়ালা তুমি মাদিনার ফুল ।

এই ধরার মাঝে নেইকো তোমার সমতুল


খোদার প্রিয় হাবীব তুমি ।২

তুমি পেয়ারা রাসূল, তুমি মাদিনার ফুল

এই ধরার মাঝে নেইকো তোমার সমতুল

ওগো কামলি ওয়ালা তুমি মাদিনার ফুল

এই ধরার মাঝে নেইকো তোমার সমতুল ।

খোদার প্রিয় হাবীব তুমি ।২

তুমি পেয়ারা রাসূল, তুমি মাদিনার ফুল

এই ধরার মাঝে নেইকো তোমার সমতুল

ওগো কামলি ওয়ালা তুমি মাদিনার ফুল

এই ধরার মাঝে নেইকো তোমার সমতুল ।

Tumi Josti Mukul Misty Bokul তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল

 Tumi Josti Mukul Misty Bokul Bangla Gojol Mp3 and Lyrics Download তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, tumi josti mukul misty bokul mp3 download, তুমি-যষ্টি-মুকুল-মিষ্টি-বকুল-বৃষ্টি-ভেজা-ফুল বাংলা গজল, তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল mp3 download, তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল লিরিক্স

Audio Gojol Mp3

tumi josti mukul misty bokul bristy veja ful bangla gojol mp3 download তুমি যষ্ঠি মুকুল, মিষ্টি বকুল, বৃষ্টি ভেজা ফুল mp3

(Download Mp3)

Read Also: Alor Jatri Kalarab Gojol Download আলোর যাত্রী

Tumi Josti Mukul Misty Bokul Lyrics তুমি যষ্টি মুকুল মিষ্টি বকুল লিরিক্স

তুমি জস্টি মুকুল মিস্টি বকুল
বৃস্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার
জান্নাতী বুলবুল
তুমি রহমতে রাসূল
তুমি জান্নাতী বুলবুল
তুমি বৃস্টি ভেজা ফুল

তুমি জস্টি মুকুল মিস্টি বকুল
বৃস্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার
জান্নাতী বুলবুল

যখন অন্ধকারে চেয়েছিলো এই পৃথিবীর সব
ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ

যখন অন্ধকারে চেয়েছিলো এই পৃথিবীর সব
ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ

তুমি আমার নবী প্রানের রবি
প্রানের আওয়াজ বুল
তুমি রহমতে রাসূল
তুমি জান্নাতী বুলবুল
তুমি বৃস্টি ভেজা ফুল

তুমি জস্টি মুকুল মিস্টি বকুল
বৃস্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার
জান্নাতী বুলবুল

তুমি আনলে বাহার সূর্যনাহার বাসন্তী সাজে
তুমি সভ্যতারই জানলে আলো ধরনী মাঝে

তুমি আনলে বাহার সূর্যনাহার বাসন্তী সাজে
তুমি সভ্যতারই জানলে আলো ধরনী মাঝে

তুমি প্রেমের নবী ধ্যানের ছবি
সবার প্রেমাকুল
তুমি রহমতে রাসূল
তুমি জান্নাতী বুলবুল
তুমি বৃস্টি ভেজা ফুল

তুমি জস্টি মুকুল মিস্টি বকুল
বৃস্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার
জান্নাতী বুলবুল

তুমি শ্রেস্ট নবী ফুল সুরভী
প্রভুর প্রেমাশ পথ
পড়ে জ্বীনপরিও দুরূদ তোমার প্রিয় মোহাম্মদ

তুমি শ্রেস্ট নবী ফুল সুরভী
প্রভুর প্রেমাশ পথ
পড়ে জ্বীনপরিও দুরূদ তোমার প্রিয় মোহাম্মদ

তুমি স্নেহের ছায়া মায়ার কায়া
রহমতে রাসূল
তুমি রহমতে রাসূল
তুমি জান্নাতী বুলবুল
তুমি বৃস্টি ভেজা ফুল

তুমি জস্টি মুকুল মিস্টি বকুল
বৃস্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার
জান্নাতী বুলবুল

তুমি পথ ভুলারে পথ দেখাতে দিয়েছো দাওয়াত
আর দিনের তরে অকাতরে সয়েছ আঘাত

তুমি পথ ভুলারে পথ দেখাতে দিয়েছো দাওয়াত
আর দিনের তরে অকাতরে সয়েছ আঘাত

তোমায় কাছে পেতে ছোঁয়া পেতে
হৃদয়টা ব্যাকুল
তুমি রহমতে রাসূল
তুমি জান্নাতী বুলবুল
তুমি বৃস্টি ভেজা ফুল

তুমি জস্টি মুকুল মিস্টি বকুল
বৃস্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার
জান্নাতী বুলবুল

তুমি জস্টি মুকুল মিস্টি বকুল
বৃস্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার
জান্নাতী বুলবুল
তুমি রহমতে রাসূল
তুমি জান্নাতী বুলবুল
তুমি বৃস্টি ভেজা ফুল

তুমি জস্টি মুকুল মিস্টি বকুল
বৃস্টি ভেজা ফুল
তুমি আলোর মিনার নূর মদিনার
জান্নাতী বুলবুল
Bangla Gojol | La Ilaha Illallah (লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্) Mp3 Lyrics
Bangla Gojol | La Ilaha Illallah Gojol Mp3 And Lyrics (লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্). This beautiful islamic gojol is sung by Ariful Haque Fahim, Naeem Ahmed. Bangla notun gojol La Ilaha Illallah by SobujKuri TV. La Ilaha Illallah Lyrics are written by Rafikul Islam Mubin

Audio Gojol Mp3
Beautiful bangla gojol La Ilaha Illallah Mp3 gojol download লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্

Song: La Ilaha Illallah
Singer: Ariful Haque Fahim, Naeem Ahmed
Lyric: Rafikul Islam Mubin
Tune: Tahmid Jahan Nafis
SobujKuri TV

La Ilaha Illallah Lyrics (লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্)

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ(২)
লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্ (৩)

জীবন তরী ডুবু ডুবু, দয়া কর তুমি
কবুল করো বান্দা তোমার অগো অন্তরজামি ।
আমার গলে পরাও তোমার প্রেমেরি মালা
লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্(২)

তোমারি নাম জপছে  সদা তামাম আদম
ধরার বোকে ঝরছে সদা তোমারি রহম ।
সারা জাহানে চলছে তোমার কুদরতি খেলা ।
লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্(২)

তুমি মাবুদ থাকলে রাজী চাইনা ধন-ধৌলত
আমার চোখে দাও ভাসিয়ে তোমারি কুদরত
আমি শুধু খোঁজি তোমার দয়ার উসিলা ।
লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্(২)

পাপি তাপি কত বান্দায় করো মাগফেরাত
আমায় ক্ষমা করো তুমি দাওগো হে দয়া ।
গোলামিতে রেখো আমায় বেলা অবেলা
লা-ইলাহা ইল্লাল্লাহ্ খালিক মালিক তুমি ইলাহ্(২)
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ(২)